পাকিস্তানের সামনে একেবারেই টিকতে পারল না সফরকারী শ্রীলঙ্কা। শনিবার ২২ নভেম্বর রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের কাছে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে হেরে যায় তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে।
জবাবে পাকিস্তান স্বস্তিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১৫.৩ ওভারে—সাহিবজাদা ফারহানের দারুণ ঝড়ো ইনিংসে ভর করেই।
আগে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে পাঁচ নম্বরে নেমে জানিথ লিয়ানাগে ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সবচেয়ে বেশি ৪১ রান করেন। এছাড়া কুশাল পেরেরা ১৯ বলে ২৫, কামিল মিশরা ১২ বলে ২২, পাতুম নিশাঙ্কা ২৩ বলে ১৭ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ১১ রান যোগ করেন।
বল হাতে পাকিস্তানের সেরা ছিলেন মোহাম্মদ নওয়াজ। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রানে শিকার করেন ৩ উইকেট। সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ নেন ১টি করে উইকেট।
চেজে নেমে পাকিস্তান শুরুতেই ঝড় তোলে ফারহান–আইয়ুব জুটি। ওপেনিং জুটিতে মাত্র ৫ ওভারে আসে ৪৭ রান। আইয়ুব ১৮ বলে ২০ রান করে শানাকার বলে বিদায় নেন।
ওয়ানডাউনে নেমে বাবর আজম করেন ২২ বলে ১৬। চামারার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি, তখন দলের রান ১১৬। এরই মধ্যে ফারহান নিজের ব্যাটে তাণ্ডব চালাচ্ছিলেন। বাবরের পরের বলেই সালমান আগাও আউট হয়ে যান, গোল্ডেন ডাকের শিকার পাকিস্তানের এই অধিনায়ক।
উসমান খানকে সঙ্গে নিয়ে শেষ পথটা সহজেই পাড়ি দেন ফারহান। উসমান ৭ বলে করেন ৫ রান। আর সাহিবজাদা ফারহান পুরো ম্যাচের মূল নায়ক—মাত্র ৪৫ বলে অপরাজিত ৮০ রান, যেখানে ছিল ৬ চার ও ৫টি দৃষ্টিনন্দন ছক্কা। চামারা ২টি এবং শানাকা ১টি উইকেট নেন।
