শনিবার ২২ নভেম্বর অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরে গেল লিভারপুল। সফরকারীদের পক্ষে মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস-হোয়াইট গোল করে জয় নিশ্চিত করলেন। এটা লিভারপুলের জন্য যেন বজ্রপাত – চ্যাম্পিয়নরা এখন সত্যি সংকটে!
এদিন পুরো ম্যাচে ১৩টি শট নিয়ে ৩টি গোল আদায় করে নিল নটিংহ্যাম। কিন্তু ২০টি শট ছুড়েও একটা গোল করতে পারল না লিভারপুল। অ্যানফিল্ডের ফ্যানরা হতাশায় মাথা চাড়া দিয়ে বসে রইলেন।
এটি লিগে সবশেষ সাত ম্যাচে অলরেডদের ষষ্ঠ হার। টানা পাঁচ ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পাওয়া বর্তমান লিগ চ্যাম্পিয়নরা ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে। টেবিলের নিচের দিকে চলে আসা এই অবস্থা ফ্যানদের হৃদয় ভেঙে দিয়েছে।
বিপরীতে নটিংহ্যাম শেষ ২ ম্যাচে টানা জয় পাওয়ার পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠে এসেছে। রেলিগেশন জোনে থেকে বেরিয়ে আসার এই জয় তাদের জন্য বুস্টার ডোজ!
এদিন ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো নটিংহ্যামকে এগিয়ে দিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬) ব্যবধান দ্বিগুণ করে দিলেন সাভোনা। এরপর ৭৮ মিনিটে গিবস-হোয়াইটের গোলে বড় জয় নিশ্চিত হয়ে গেল নটিংহ্যামের। লিভারপুলের ডিফেন্স যেন ঘুমিয়ে ছিল!
