ঢাকা টেস্টের শেষ দিনে রীতিমতো ইতিহাস তৈরি করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে তিনি ছুঁয়ে ফেললেন ২৫০ উইকেটের মাইলফলক।
রোববার ২৩ নভেম্বর মিরপুরে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার ও অ্যান্ডি ম্যাকব্রাইন দেখেশুনে ব্যাটিং করছিলেন। ঠিক তখনই ছন্দপতন—তাইজুলের ঘূর্ণিতে পা বাড়িয়ে খেলতে গিয়ে বল প্যাডে লাগে ম্যাকব্রাইনের। জোরালো এলবিডব্লিউ আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নিলেও লাভ হয়নি। আউট হয়েই সাজঘরে ফিরতে হয় ম্যাকব্রাইনকে—আর সেই সঙ্গেই তাইজুলের নাম উঠে যায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়ে।

এর আগের দিনই সাকিব আল হাসানকে টপকে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন এই বাঁহাতি স্পিনার। সিরিজ শুরুর সময় সাকিবের চেয়ে ৯ উইকেট পিছিয়ে ছিলেন তিনি। সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে আরও এগিয়ে যান লক্ষ্যের দিকে।

মিরপুরে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তিনি সাকিবের রেকর্ড স্পর্শ করেন। আর দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেটটিই তাঁকে তোলে দেশের সবার ওপরে। সাকিব নিজেও সামাজিকমাধ্যমে শনিবার রাতে তাইজুলকে অভিনন্দন জানান।

২০১৩ সালের নভেম্বরে মোহাম্মদ রফিককে পেছনে ফেলে সাকিব হয়েছিলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। সেই রেকর্ড টানা এক যুগ ধরে ছিল তাঁর দখলে।

বর্তমান স্কোয়াডে দুই শত টেস্ট উইকেটধারী আর কেউ নেই—তাই তাইজুলের রাজত্ব যে আরও অনেক দিন থাকবে, তা বলাই যায়। সাকিব তো আরও বড় স্বপ্ন দেখছেন। তাঁর ভাষায়, “অভিনন্দন তাইজুল। আমার বিশ্বাস ক্যারিয়ার শেষে তোমার পাশে থাকবে ৪০০ উইকেট।”

news