চরম উত্তেজনা, দমবন্ধ রোমাঞ্চ আর শেষ মুহূর্তের অবিশ্বাস্য ড্রামা—সব মিলিয়ে দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে জমে উঠেছিল রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনাল। কিন্তু সুপার ওভারের নিষ্ঠুর পরিণতিতে আবারও পাকিস্তানের কাছেই শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল। ঠিক ২০১৯ সালের মতোই—শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হলো।
টসে জিতে বাংলাদেশ আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তের সিংহভাগ কাজে লাগান রিপন মন্ডল ও রাকিবুল হাসান। তাদের গতির তোপে পাকিস্তান শাহিনস মাত্র ১২৫ রানে আটকে যায়।

বাংলাদেশের হয়ে রিপন ছিলেন ম্যাচসেরা পারফরমারের মতোই দুর্দান্ত—৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট। রাকিবুলও পিছিয়ে না—১৬ রানে ২ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যেন ধসের পর ধস ঢেকে লড়াইয়ের চেষ্টাও করতে পারছিল না। পাক স্পিনার সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যাচ্ছিল দল।

শেষ দিকে রাকিবুলের ২৪, সাকলাইনের ১৬ এবং রিপন মন্ডলের ১১ রানের লড়াকু ইনিংসে অসাধারণভাবে ম্যাচটি টাই করে ফেলে বাংলাদেশ। শেষ ওভারে মাত্র ৭ রান দরকার ছিল—কিন্তু নিতে না পারায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে আসে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বল হাতে নেন ডানিয়াল।

লক্ষ্য ছিল মাত্র ৭ রান। রিপন মন্ডলের করা প্রথম চার বলেই তুলনামূলক সহজে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। কোনো উইকেটই হারায়নি তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান শাহিনস।

news