টেনিস কোর্টের কিংবদন্তি এবং একসময়ের বিশ্ব কাঁপানো তারকা বরিস বেকার ৫৮ বছর বয়সে আবারও বাবা হলেন! জার্মান এই টেনিস তারকা নিজেই তাঁর ব্যক্তিগত জীবনের এই আনন্দের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে বেকার তাঁর স্ত্রী লিলিয়া ডি কার্ভালহোর ছবির সঙ্গে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করেন। তিনি জানিয়েছেন, তাঁদের ঘর আলো করে কন্যা সন্তানের জন্ম হয়েছে।

আনন্দে ভাসতে থাকা বেকার লিখেছেন, "এই পৃথিবীতে তোমাকে স্বাগত জো ভিটোরিয়া বেকার । ২১.১১.২০২৫।" অর্থাৎ, শুক্রবার জন্ম হয় এই শিশুকন্যার।

জন্মদিনের আগের উপহার
ঘটনাটি বেকারের জন্য আরও বিশেষ, কারণ শুক্রবার ছিল তাঁর ৫৮তম জন্মদিন। জন্মদিনের মাত্র একদিন আগেই মেয়ের জন্ম হওয়াকে বেকার একপ্রকার 'বার্থডে গিফট' হিসেবেই দেখছেন।

বরিস বেকার এবং লিলিয়ান ডি কার্ভালহোর বিয়ে হয় ২০২০ সালে। লিলিয়ান যে সন্তানসম্ভবা, সেই খবরও কিংবদন্তি এই টেনিস খেলোয়াড় ছবি পোস্ট করে জানিয়েছিলেন। নবজাতক জো ভিটোরিয়া বেকার বেকারের পঞ্চম সন্তান।

বেকারের বর্ণময় জীবন
গত কয়েক বছরে বরিস বেকারের জীবন ছিল বন্ধুর পথ। একসময় কোটিপতি থাকা এই তারকা একসময় 'সত্যিকারের বেকার' হয়ে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও শোধ করতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে দেউলিয়া ঘোষণাও করা হয়। এমনকি, একসময় তাঁকে জেলেও যেতে হয়েছিল।

মাঠের জীবনে অবশ্য বরিস বেকার ছিলেন রীতিমতো ঝড়। মাত্র ১৭ বছর বয়সে (১৯৮৫ সালে) উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে তিনি আলোড়ন তৈরি করেছিলেন। এরপর ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডনে রাজত্ব করেন তিনি। ১৯৯১ ও ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন এবং ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র ওপেনও জেতেন।

১৯৯৯ সালে টেনিসকে বিদায় জানানোর পর তিনি কোচ হিসেবে কাজ করেন। তিন বছর তিনি বিশ্বের অন্যতম সেরা তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) কোচ ছিলেন।

news