রেকর্ড আয়ের বছর আসছে—এমন ঘোষণার কিছুদিন না যেতেই বড় আর্থিক ধাক্কার মুখে পড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা রাজস্ব হারাতে যাচ্ছে তারা।

পার্থে সিরিজের প্রথম টেস্টে মিচেল স্টার্কদের আগুনে বোলিং ও ট্র্যাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেই ৮ উইকেটে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। দ্রুত ম্যাচ শেষ হওয়ায় পরের দুই দিনের টিকিট বিক্রির বিশাল আয় থেকে বঞ্চিত হয় সিএ।

বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) জানিয়েছে, ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে সিএর আয় হওয়ার কথা ছিল ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকারও বেশি—অর্থাৎ প্রায় ২৪ কোটি টাকা।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে প্রথম দুই দিন মাঠে এসেছিলেন রেকর্ড ১ লাখ ১৫ হাজার ১৪ জন দর্শক।
এমনকি তৃতীয় দিনের টিকিটও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ আর তৃতীয় দিন পর্যন্ত গড়ায়নি।

গত বছর একই মাঠে ভারতের বিপক্ষে চার দিনে শেষ হওয়া ম্যাচে উপস্থিত দর্শকসংখ্যা ছিল ৯৬,৪৬৩। এবারের উপস্থিতি ছিল আরও বেশি—তবুও রাজস্ব হারিয়ে মাথায় হাত ক্রিকেট অস্ট্রেলিয়ার।

news