সৌদি প্রো লিগে আল নাসর যেন আগুন! আর সেই আগুনে ঘি ঢালছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার আল খালিজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসর – আর ম্যাচের সেরা
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদো যা করলেন, তা দেখে গ্যালারির দর্শক থেকে টিভির সামনে বসা কোটি কোটি ফ্যান – সবাই হা করে চেয়ে রইল। ৪০ বছর বয়সেও এমন ফিটনেস, এমন টাইমিং, এমন পাওয়ার! এই গোলটা মনে করিয়ে দিল ২০১৮ সালের সেই বিখ্যাত জুভেন্টাস বাইসাইকেল কিকের কথা।
তার আগে গোল করেছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি আর সাদিও মানে। রোনালদোর গোলটা ছিল শুধু ম্যাচের শেষ পেরেক নয়, সৌদি লিগের এই সিজনের সেরা গোলের দাবিদারও বটে!
হাজার গোলের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৫৪। চলতি সৌদি প্রো লিগে ৯ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার থেকে এক গোল এগিয়ে আছেন শুধু ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স।
৯ ম্যাচে ৯ জয় – ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম ওপরে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল। রোনালদো যেভাবে খেলছেন, তাতে লিগ ট্রফি আল নাসরের ঘরেই যাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে!
