গোয়াহাটির পিচ থেকে হঠাৎ যেন জেগে উঠলেন দক্ষিণ আফ্রিকার স্পিনাররা! যেখানে ভারতীয় স্পিনাররা বলছিলেন পিচে কিছুই হচ্ছে না, সেখানেই কেশব মহারাজ আর সাইমন হার্মার ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিলেন উইকেট। আর তাতে সবচেয়ে বড় শিকার হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল!

ঘটনাটা ঘটল এভাবে – হার্মার বলটা অফ স্টাম্পের বাইরে ফেললেন, আস্তে আস্তে। যশস্বী পিছনে গিয়ে কভার দিয়ে মারতে চাইলেন। কিন্তু বলটা যেন আকাশে ঝুলে রইল, তারপর মোটা কানা লেগে চলে গেল পয়েন্টের দিকে। সেখানে মার্কো জানসেন ঝাঁপিয়ে পড়লেন মাটি ঘেঁষে – এমন লো-ক্যাচ যে দেখে স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল! যশস্বীর দুর্দান্ত ইনিংস শেষ ৫৮ রানে।

এর আগে যশস্বী দারুণ খেলছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হাফ-সেঞ্চুরি। ৭টা চার আর হার্মারের বলে একটা বিশাল ছক্কা! এই সিরিজে প্রথম ভারতীয় যে ৫০ পেরোলেন। বাকি কেউ এখনো ৪০ ছোঁয়নি। অন্যদিকে প্রোটিয়াদের তিনজনই হাফ-সেঞ্চুরি করেছে, আর সেনুরান মুথুসামি তো প্রথম টেস্ট সেঞ্চুরিই তুলে নিয়েছেন।

দিনের তৃতীয় দিনের প্রথম সেশনটা ছিল প্রোটিয়াদের দখলে। কেএল রাহুল আর যশস্বী শুরুতে ডিফেন্স করছিলেন। মুল্ডার আর জানসেনের লেংথে রান আটকে গিয়েছিল। কিন্তু স্পিনার এতেই যশস্বী সুইপ খেলে রান তুলতে শুরু করলেন। তাতেই স্পিনাররা গতি কমিয়ে ফাঁদ পাতলেন – একে একে গেলেন যশস্বী, কেএল রাহুল, তারপর সাই সুদর্শন আর ধ্রুব জুরেল। চা-বিরতির আগেই ভারত ৪ উইকেট হারিয়ে আরও পিছিয়ে পড়ল।

news