রাওয়ালপিন্ডিতে রোববার যেন আগুন ঝরালেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক! ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান, আর ম্যাচের নায়ক হয়ে গেলেন উসমান – কারণ? একাই নিলেন হ্যাটট্রিক!
৮ম ওভারে এসে প্রথমে ৯ রান দিয়েছিলেন। কিন্তু ১০ম ওভারে এসে ঝড় তুললেন! প্রথমে টনি মুনিয়োঙ্গা, পরের বলেই তাশিঙ্গা মুসেকিওয়ার স্টাম্প উড়িয়ে দিলেন, আর তৃতীয় বলে ওয়েলিংটন মাসাকাদজাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ! তিন বলের মধ্যে জিম্বাবুয়ে ৫৯/৪ থেকে ৬০/৭! পরে আরেকটা উইকেট নিয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট – প্লেয়ার অব দ্য ম্যাচ ছাড়া আর কী হবেন?
এই হ্যাটট্রিক দিয়ে উসমান পাকিস্তানের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে হ্যাটট্রিকের তালিকায় নাম লিখলেন। আগে এই কীর্তি ছিল ফাহিম আশরাফ ২০১৭, মোহাম্মদ হাসনাইন ২০১৯ আর মোহাম্মদ নওয়াজের ২০২৫।
ম্যাচের পর উসমান বললেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। হ্যাটট্রিকের মুহূর্তটা বোঝানো যাবে না। স্পিনে ব্যালান্স আর ভ্যারিয়েশন খুব জরুরি। আমি অনেকদিন ধরে কোচদের সঙ্গে এটা নিয়ে কাজ করছি।”
হ্যাটট্রিক বল নিয়ে বললেন, “সত্যি বলতে আমি ভাবিনি ওয়েলিংটন ওভাবে শট খেলবে! কিন্তু ক্যাপ্টেন সালমান আলী আগা আমাকে বললেন, ‘যা মনে হয় তাই বোল করো, ফিল্ডিং আমি ঠিক করে দিচ্ছি।’ ওর ভরসাতেই এটা হয়েছে। পেশোয়ারের কোচ আসলাম কোরেশি আর জোয়া খানকে ধন্যবাদ – ওরাই শিখিয়েছে শুধু ঘোরানো নয়, গতির ভ্যারিয়েশনও জরুরি।”
