হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিল ঢাকার ক্রিকেটাররা, সেখানে উপস্থিত ছিলেন জাকি। এমন সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে মাঠেই দেওয়া হয় সিপিআর। পরে হাসপাতালে নিলে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন জাকি।

ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতালের সূত্রে জানা যায়, মাহবুব আলী হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঠে অসুস্থ হওয়ার পর তাকে ঘিরে প্রথমে আতঙ্কের সৃষ্টি হয়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ বোধ করায় মাহবুব আলী মাটিতে লুটিয়ে পড়েছেন। দ্রুততার সঙ্গে মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। খেলোয়াড়রা শোকের মাঝেই মাঠে নেমেছেন এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জাকি একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পেসার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ক্যারিয়ার শেষে কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া মাশরাফি-তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়দেরও কোচিং করেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।
বিপিএলের এই দ্বিতীয় দিনে ঢাকার দলের জন্য দুঃসংবাদটি ছিল বড় ধাক্কা। ক্রিকেট উৎসবের মাঝেই দেশের একজন প্রিয় কোচের আকস্মিক মৃত্যু সমগ্র ক্রিকেট মহলে শোকের সৃষ্টি করেছে।

 

news