আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন বা ফটোসেশন ছাড়াই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কারণ একটাই—বিপিএলের বহুল আলোচিত ট্রফিটি এখনো দেশে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে শুরু থেকেই ক্রিকেটপাড়ায় চলছে আলোচনা আর সমালোচনা।
দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন ট্রফি
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খুব শিগগিরই দেখা মিলবে বিপিএলের একেবারে নতুন ট্রফির। দুবাইয়ের একটি প্রতিষ্ঠান তৈরি করছে ফ্র্যাঞ্চাইজি এ লিগের এই ট্রফি। এতে খরচও কম নয়। নতুন ট্রফির দাম ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ টাকা।
কেন বদলানো হলো পুরোনো ট্রফি
ট্রফি প্রসঙ্গে শুক্রবার সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন,
“যে ট্রফিটা আগে ছিল, সেটা ছিল গতানুগতিক। পরে আরেকটা ট্রফি আনা হয়েছিল, কিন্তু সেটা আপ টু দ্য মার্ক ছিল না। সে কারণেই আবার নতুন করে ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে চলে আসবে।”
মাঝপথেই ট্রফি উন্মোচনের সম্ভাবনা
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের মাঝামাঝি সময়ে ট্রফিটি দেশে আসতে পারে। ট্রফি আসার পর সেটি উন্মোচনের জন্য আলাদা একটি অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, তখনই হতে পারে অধিনায়কদের বহুল প্রত্যাশিত ফটোসেশন।
ঢাকায় হয়নি উদ্বোধন, সিলেটে ছোট আয়োজন
এদিকে নিরাপত্তাজনিত কারণে ঢাকায় হয়নি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সিলেটে প্রথম ম্যাচ শেষ হওয়ার পর ছোট পরিসরে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে বিপিএলের যাত্রা শুরু হয়।
