২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতীয় ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। নিরাপত্তাজনিত কারণে বিসিবি গতকাল আইসিসির কাছে চিঠি দেয় ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর প্রকাশ করেছে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে রোববার সাপ্তাহিক ছুটির কারণে কোনো বৈঠক হয়নি। সোমবার থেকে বিসিবির অনুরোধে আইসিসি বাংলাদেশের সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে।

টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়া কথা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে হওয়ার কথা। এখন যদি বাংলাদেশের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, তাহলে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে এই গ্রুপের অন্তর্ভুক্ত।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের পরামর্শ ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না।

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার পরই এই নিরাপত্তাজনিত সমস্যার কারণে ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়। সাবেক ক্রিকেটার পাইলট বলেন, “একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? ভারতের মতো বড় দেশে, যেখানে কোটি ভক্ত আছে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিসিবির সিদ্ধান্ত যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ভারতের ক্রিকেট সংস্কৃতি সুন্দর ও বিশ্বমানের, কিন্তু নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে বিপদে ফেলা হবে। খেলোয়াড়, সাংবাদিক এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বোর্ডের সিদ্ধান্ত সঠিক।”

 

news