বিগ ব্যাশ লিগ ২০২৫–২৬–এ BBL 2025–26 নতুন করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের তরুণ পেসার জামান খান। ব্রিসবেনের গাব্বায় ১০ জানুয়ারি ব্রিসবেন হিট ও সিডনি থান্ডারের ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন সিডনি থান্ডারের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
গাব্বায় উত্তেজনা, জামান খানের বিরুদ্ধে ওয়ার্নারের ‘চাকিং’ অভিযোগ
ব্রিসবেন হিট বনাম সিডনি থান্ডারের এই ম্যাচটি মাঠের খেলাকে ছাপিয়ে যায় বড় এক বিতর্কে। ওয়ার্নারের দাবি, জামান খানের স্লিংশট ধাঁচের বোলিং অ্যাকশন স্বাভাবিক নয় এবং এটি ‘চাকিং’-এর শামিল হতে পারে।
জামানের স্পেলের সময় বল ঠিকমতো বুঝতে পারছিলেন না ওয়ার্নার। ক্রিজে তাঁকে বেশ বিরক্ত ও অস্বস্তিতে দেখা যায়। বাঁহাতি এই ব্যাটার মনে করেন, বল খুব নিচু দিয়ে বের হচ্ছে এবং অ্যাকশনটি সন্দেহজনক।
কী ঘটেছিল সেই ওভারে?
সিডনি থান্ডারের ইনিংসের ১৪তম ওভারের পরই ঘটে ঘটনাটি। ওই ওভারে স্যাম বিলিংসকে একটি ওয়াইড দেওয়ার পর একাধিক ধীরগতির বল করেন জামান খান। তবে সেই ওভারে তিনি দেন ২৯ রান।
ওভারের শেষ বলে বিলিংস এক রান নেওয়ার পর ক্ষুব্ধ ওয়ার্নার খেলা থামিয়ে মাঠের আম্পায়ারের কাছে যান। নিজের কনুইয়ের দিকে ইশারা করে তিনি জামানের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
ওয়ার্নারকে আম্পায়ারের উদ্দেশে বলতে শোনা যায়,
“ও চার বছরের বাচ্চার মতো বোলিং করছে। বল খুব নিচু দিয়ে আসছে। মনে হচ্ছে বল ছুড়ে মারছে।”
ক্রিকেটে ‘চাকিং’ বলতে বোঝায়—বল ছাড়ার সময় কনুই নির্ধারিত সীমার বেশি বাঁকানো ও সোজা করা, যা অবৈধ বোলিং অ্যাকশন হিসেবে ধরা হয়।
আইসিসির ১৫ ডিগ্রি নিয়ম কী?
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত সোজা করা যাবে। এর বেশি হলে সেই অ্যাকশন অবৈধ বলে গণ্য হয়।
তবে কোনো বোলারের অ্যাকশন সন্দেহজনক হলে শুধু মাঠের আম্পায়ার বা ম্যাচ রেফারি সেটি রিপোর্ট করতে পারেন। এরপর বোলারকে বায়োমেকানিক্যাল পরীক্ষার মুখোমুখি হতে হয়। অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে সংশোধন না করা পর্যন্ত খেলতে পারেন না তিনি।
রানআউটে শেষ ওয়ার্নারের ইনিংস
ম্যাচের নাটক এখানেই শেষ নয়। ম্যাট রেনশর বলে বড় শট খেলতে গিয়ে পুরোপুরি টাইমিং করতে পারেননি স্যাম বিলিংস। বল উঁচুতে উঠে ডিপ মিড উইকেটে থাকা মার্নাস লাবুশানের কাছে গেলেও তিনি ক্যাচ ফেলেন।
তবে দ্রুত প্রতিক্রিয়ায় বল তুলে স্টাম্পে ছুড়ে মারেন নাথান ম্যাকসুইনি। দ্বিতীয় রান নিতে গিয়ে বিভ্রান্ত হন ওয়ার্নার-বিলিংস। ওয়ার্নার তখন ক্রিজের অনেক বাইরে ছিলেন, আর সরাসরি স্টাম্পে আঘাত হানে থ্রো।
৫৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮২ রান করে রানআউট হন ডেভিড ওয়ার্নার। তাঁর ইনিংসে ভর করে সিডনি থান্ডার তোলে ১৮০/৬।
তবে লক্ষ্য তাড়ায় কোনো সমস্যা হয়নি ব্রিসবেন হিটের। অধিনায়ক উসমান খাজার দুর্দান্ত ৭৮ রানের ইনিংসে ভর করে ১৬.২ ওভারেই সহজ জয় তুলে নেয় হিট।
