জেদ্দায় এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আবারও স্প্যানিশ সুপার কাপ জয় তুলে নিয়েছে বার্সেলোনা! সমান তালে চলা ফাইনাল ম্যাচটিতে গোলশূন্যতা ভাঙেন বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। ৩৬ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় কাতালান দল।
কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমেই শুরু হয় নাটক। মাত্র ৫ মিনিটে দুই দল মিলে করে তিন গোল! রিয়ালকে প্রথমে সমতায় ফেরান ভিনিসিউস। কিন্তু তাঁর গোলের মাত্র দুই মিনিট পরই লেভানডোভস্কির গোলে আবার এগিয়ে যায় বার্সা। তবু রিয়াল দমে যায়নি; প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া গোল করে স্কোর করে সমান ২-২!
দ্বিতীয়ার্ধে বার্সা আরও কয়েকবার বিপজ্জনক হয়। ইয়ামাল ও রাফিনহার শট রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া ঠেকিয়ে দেন। শেষ মিনিটগুলোতে রিয়ালও চাপ বাড়িয়েছিল, কিন্তু বার্সার গোলরক্ষক দারুণ সেভ করে জয় পাকাপোক্ত করেন।
এ জয়ের মাধ্যমে কোচ জাভির হাতেই বার্সেলোনার চতুর্থ ট্রফি এলো। আর রাফিনহা তো ফর্মেই আগুন! গত ৫ ম্যাচে এটাই তাঁর সপ্তম গোল। স্পেনের এই 'ক্লাসিকো' র Derbyীবারই দেখায় টানটান উত্তেজনা, আর এই জয়ে বার্সেলোনার ভক্তদের আনন্দের জোয়ার বয়ে গেছে!
