আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশ তাদের ম্যাচগুলো কোথায় খেলবে—এই প্রশ্নে এখনো একমত হতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি চাইছে বাংলাদেশ ভারতের মাটিতেই খেলুক, আর বিসিবি নিরাপত্তা ইস্যু তুলে নিরপেক্ষ ভেন্যুর দাবি জানাচ্ছে। তাদের প্রথম পছন্দ শ্রীলঙ্কা।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলে বিসিবি বারবার আইসিসির কাছে অনুরোধ করেছে—ভারত থেকে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নিতে।

বাংলাদেশের ম্যাচের জন্য চেন্নাই ও তিরুবনন্তপুরম ভাবছে আইসিসি

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু খতিয়ে দেখছে আইসিসি। তবে বিসিবির পছন্দের শ্রীলঙ্কা অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপের সহ-আয়োজক বিসিসিআইয়ের সঙ্গে আইসিসি ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছে। চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

দুটি রাজ্য সংস্থাই ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেপক) ইতোমধ্যেই বিশ্বকাপের ভেন্যু। এখানে সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে ভারত–অস্ট্রেলিয়া সুপার এইট ম্যাচও থাকতে পারে।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, অতিরিক্ত ম্যাচ আয়োজনেও সমস্যা হবে না। কারণ, স্টেডিয়ামে একসঙ্গে ব্যবহারযোগ্য আটটি পিচ রয়েছে।

নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশের ভেন্যু সংকট

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা।

কলকাতা নাইট রাইডার্সকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলার পরই ভারতের সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগ তোলে বিসিবি। এরপর দুই দফা আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানোর অনুরোধ জানানো হয়।

এখনো এই বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি। সোমবার, ১২ জানুয়ারি সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ায়, সময় ও লজিস্টিক জটিলতায় শ্রীলঙ্কায় ম্যাচ সরানো কঠিন বলেই মনে করা হচ্ছে।

বিসিসিআইয়ের স্পষ্ট বক্তব্য

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বাংলাদেশের ম্যাচ ভেন্যু বদল নিয়ে তারা এখনো কোনো তথ্য পাননি।

আইএএনএসকে তিনি বলেন, “চেন্নাই বা অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ সরানো নিয়ে বিসিসিআইয়ের কাছে কোনো যোগাযোগ আসেনি। বিষয়টি পুরোপুরি বিসিবি ও আইসিসির মধ্যে।”

তিনি আরও যোগ করেন, “আইসিসি যদি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপাতত আমরা এ বিষয়ে কিছুই জানি না।”

 

news