ভারতের অল-রাউন্ডার ওয়াশিংটন সান্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। পেলেন পাঁজরের আশপাশে ব্যথা। কিন্তু সবচেয়ে বড় কথা, সান্ডারের বিকল্প হিসেবে দলে ডাক পেলেন না লেফট-আর্ম স্পিনার এক্সার প্যাটেল। বরং প্রথম ডাকে সাড়া দিলেন অযুর্ষ বাদোনি!
বৃহস্পতিবার বড়োদরায় প্রথম ওয়ানডেতে বল করতে গিয়েই সান্ডার বাম পাঁজরের নিচে তীব্র ব্যথা অনুভব করেন। তিনি পাঁচ ওভার বল করেছিলেন, দিয়েছেন ২৭ রান। তবে বাকি ওভারগুলো করতে মাঠে ফেরেননি। ব্যাট হাতেও তিনি ছিলেন চাপমুক্ত, ৭ বলে অপরাজিত ৭ রান করে সহজ জয়ে ভারতকে সহায়তা করেন।
এরপরই সোমবার বিসিসিআই সিলেকশন কমিটি ঘোষণা করে, সান্ডারের জায়গায় দলে ডাক পেয়েছেন দিল্লির তরুণ ব্যাটার অযুর্ষ বাদোনি। এটি তাঁর ভারত দলে প্রথম ডাক। তিনি রাকজটে দলের সাথে যোগ দেবেন দ্বিতীয় ওয়ানডের জন্য।
কিন্তু প্রশ্ন, এক্সার প্যাটেল কেন বাদ? অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করেও তিনি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েন। রাভিন্দ্র জাদেজ্জার ব্যাটিং ফর্ম খারাপ হলেও সিলেক্টররা তাঁকেই প্রাধান্য দিচ্ছেন। অথচ গত এক বছরে এক্সারের বোলিং যেমন দারুণ, ব্যাটিংও অনেক উন্নত হয়েছে, বিশেষত ফাস্ট বোলারদের বিপক্ষে। তাঁর ব্যাটিং গড় ২৩-এর উপর, বোলিং ইকোনমি ৪.৫০-এর নিচে, আর ৭১ ম্যাচে নিয়েছেন ৭৫টি উইকেট।
বিসিসিআই সরাসরি কোনো কারণ বলেনি। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক্সারকে বিশ্রাম দিতে এবং কোনো ইনজুরি রিস্ক এড়াতেই তাঁকে এই সিরিজে না নেওয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে। ইতিমধ্যেই ভারত দল ইনজুরি সংকটে ভুগছে। রিশভ পান্ত ও টিলক বর্মাও বিভিন্ন সমস্যায় বাইরে রয়েছেন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে বুধবার, ১৪ জানুয়ারি, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এখন দেখার বিষয়, নতুন মুখ অযুষ বাদোনি সুযোগ পেলে কী দেখাতে পারেন।
