২২৫ মিলিয়ন ডলারে রোনালদোকে কিনতে চায় সৌদি ক্লাব আল নাসের

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিশ্বকাপের পর তাকে নতুন ক্লাব খুঁজতে হবে। যেকোনো ক্লাব তাকে নিতে পারে। কিন্তু কোন দলে খেলবেন তিনি, সেটা এখনও স্পষ্ট নয়।

এর মাঝেই একটি মার্কিন মিডিয়ার দাবি, সৌদি আরবের ক্লাব আল নাসের রোনালদোকে পেতে চায়। তারা ৩ বছরের জন্য ২২৫ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত সিআরসেভেনকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২২৯০ কোটি টাকার মতো।-

বিশ্বকাপের আগমুহূর্তে এক সাক্ষাৎকারে রোনালদো তার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং কোচ এরিক টেন হাগের সমালোচনা করেছিলেন। স্বাভাবিকভাবেই এটা তার ক্লাব মেনে নিতে পারেনি।  

এরপর রোনালদোকে ম্যাঞ্চেস্টারে রাখা হবে কিনা- সেটা নিয়ে প্রশ্ন ওঠে। কোচ এবং ক্লাবের কর্মকর্তারা নিজেদের মধ্যে কথাও বলেন রোনালদোকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে ক্লাবহীন হয়ে যান রোনালদো।

ইতিমধ্যেই চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলের নাম শোনা যাচ্ছিল। মার্কিন সংবাদমাধ্যমে  ৩৭ বছরের তারকা ফুটবলারের প্রতি 'আল নাসের' এর আগ্রহের কথা জানালেও ক্লাবটির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। বলা হয়েছে, রোনালদো সেই চুক্তিতে আগ্রহী কিনা সেটা জানতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস চাইছেন সব আগ্রহী ক্লাবের চুক্তি দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে।

গ্রীষ্মকালীন দলবদলের সময় রোনালদোকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আল নাসের ক্লাব। কিন্তু সেই সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাকে ছাড়েনি। পরবর্তী সময় রোনালদোকে সেভাবে ব্যবহার করতে দেখা যায়নি টেন হ্যাগকে। ওই সাক্ষাৎকারে ক্লাবের বিরুদ্ধেও মুখ খুলে ছিলেন পর্তুগালের হয়ে সর্বাধিক গোল করা ফুটবলার, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে টার্গেট করা হচ্ছে। আমি এই ক্লাবে থাকি, সেটা অনেকে চায় না। শুধু এই বছর নয়, আগের বছরও তারা সেটাই চেয়েছিলো।

এনবিএস/ওডে/সি

news