লুসাইল স্টেডিয়ামে পেলেকে স্মরণ করলো ব্রাজিল সমর্থকরা

ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার পেলে। ৮২ বছর বয়সী এই কিংবদন্তী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। যার কারণে এবারের কাতার বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখতে পারছেন না তিনি।

গত ২৯ নভেম্বর হঠাৎ করেই শরীরের অসুস্থতা বেড়ে গেলে পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। তার পুরো শরীর ফুলে যাওয়ায় বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। তাই ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে বিশ্বকাপের মঞ্চেই স্মরণ করল সেলেসাও সমর্থকরা।

শুক্রবার ২ ডিসেম্বর রাতে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। এই ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত চলাকালেই লুসাইলের গ্যালারির এক অংশে পেলেকে স্মরণ করেন ব্রাজিলিয়ান সমর্থকরা। যেখানে দেখা গেছে, দশ নম্বর জার্সি পরিহিত পেলের ছবি এবং সেখানে লেখা রয়েছে ‘গেট ওয়েল সুন’।

ব্রাজিল সমর্থকরা জাতীয় সংগীতের সময় কাপড় উচিয়ে ধরেছিলেন। একপ্রান্তের গোলপোস্টের পেছনে ব্রাজিলের কয়েক হাজার সমর্থক পেলেকে ভালোবাসার নির্দশন হিসেবে এমন কাজ করেন। তবে ব্রাজিলের জাতীয় সংগীত শেষ হলে তা সরিয়ে নেন।

এনবিএস/ওডে/সি

news