এশিয়া কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়াতে প্রস্তুমি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভা থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ইন্দোনেশিয়াতে প্রস্তুতি ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ ২৪ 

বাফুফের কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ভিডিও বার্তায় মাধ্যমে জানান, ২৭ মে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ দল। ১ জুন প্রস্তুতি ম্যাচ খেলার পর সেখান থেকেই যাবে মালয়েশিয়ায়। জাতীয় দলের ক্যাম্প শুরু করা হবে আগামী ১৬ মে, গাজীপুরের সারাহ রিসোর্টে। পরের অংশ হবে ঢাকায়। তখন বসুন্ধরা কিংসের মাঠে প্র্যাকটিস চলবে। ইন্দোনেশিয়াতে আমাদের একটি প্রস্তুতি ম্যাচ থাকবে, ১ জুন ঐতিহাসিক বান্দুং শহরে।

 বাছাই পর্বের ই গ্রুপে জুনের ৮, ১১ ও ১৪ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া।

news