পিএসজিতে আমি থাকছি, এমবাপেও: কোচ পচেত্তিনো
পিএসজিতে মৌসুম শেষ হয়ে আসছে, এখনও নতুন কোনো চুক্তির খবর আসেনি। তাই কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে গুঞ্জন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর মাওরিসিও পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই আর্জেন্টাইন কোচের দৃঢ় বিশ্বাস, আগামী মৌসুমে তিনি ও এমবাপ্পে দুজনই থাকবেন পিএসজিতে।
চলতি মৌসুম দিয়েই পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিতে পারেন যে কোনো ক্লাবে। গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে বাধা নেই তার। শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার গুঞ্জন অনেক দিনের। তবে সেটি এখনও বাস্তব ভিত্তি পায়নি। -বিডিনিউজ
গত গ্রীষ্মের দলবদলের শেষ দিন পর্যন্ত এমবাপেকে পেতে স্পেনের ক্লাবটি রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল। কিন্তু কোনোভাবে তাকে ছাড়তে রাজি হয়নি পিএসজি। দলটির সঙ্গে আগামী জুনে শেষ হবে তার চুক্তির মেয়াদ। সম্প্রতি এমবাপে জানিয়েছেন, ক্লাব ছাড়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সম্ভাবনা আছে তার শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করে পিএসজিতে থেকে যাওয়ারও