মাঠের ভেতর মায়ের সঙ্গে মরক্কো ফুটবলারের জয় উদযাপন

বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আফ্রিকান দেশ হিসাবে ইতিহাস রচনা করলো মরক্কো। প্রতিটি খেলোয়াড়ের এমন সাফল্যের পেছনে পরিবারের আত্মত্যাগ অনস্বীকার্য। তাই পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক জয়টি মায়ের সঙ্গেও উদযাপন করেন মরক্কো ফরোয়ার্ড সোফিয়ান বুফোলা। খেলা শেষে মাঠের ভেতর নাচতে দেখা যায় দু’জনকে। সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (১০ ডিসেম্বর) পর্তুগালের বিপক্ষে জয়ের পর বুফোলা বলেন, আমরা স্বপ্নের মধ্যে বাস করছি এবং আমরা জাগতে চাই না। আমার ভেতর আর কোনো শব্দই নেই। খুবই অসাধারণ। যা অর্জন করেছি সবকিছুই আমাদের প্রাপ্য। তবে এখানেই শেষ নয়।  এনিয়ে কথা বলতে আনন্দ লাগছে আমার। আশা করি এই স্বপ্ন এখনই শেষ হবে না।

বিশ্বকাপে মরক্কোর অনেক ফুটবলারই পরিবার সঙ্গে করে নিয়ে এসেছেন।  গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি জয়ের পরপরই গ্যালারিতে থাকা মায়ের পেছনে ছুটেন ডিফেন্ডার আশরাফ হাকিমি। মাকে সামিল করেন জয়োল্লাসে। এদিকে সেমিফাইনালে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ১৯৫৬ সালে ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। তাই ম্যাচটি নিয়ে আলাদা একটি উত্তাপ কাজ করারই কথা।

বিএস/ওডে/সি

news