দ্বিতীয় টেস্টের দলে নাসুম, ছিটকে গেলেন এবাদত

 ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। সবচেয়ে বড় চমক হিসেবে টেস্ট দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

এদিকে চোটের কারণে এই টেস্টের দল থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে হারে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা।

বাদ পড়েছেন প্রথম টেস্টে একাদশে না থাকা ওপেনার এনামুল হক বিজয়ও। এ ছাড়া চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে সরে যেতে হয়েছে আরেক পেসার শরিফুল ইসলামকে।

প্রথম টেস্টের স্কোয়াড ১৬ জনের স্কোয়াড হলেও দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঢাকা টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

বিএস/ওডে/সি

news