ফিফা প্রেসিডেন্টকে নোরার বিশেষ উপহার

আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বিশেষ উপহার দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহী। গত শনিবার রাতে এই অভিনেত্রী উপহারের বাক্স নিয়ে ইনফান্তিনোর বাসায় যান।

ফিফার প্রেসিডেন্ট আনন্দের সাথে বাক্সটি খুলে হেসে উঠলেন এবং বাক্স ভিতর ছিল একটি উজ্জল লাল জুতা যা বিশেষভাবে তার জন্য বানানো। উজ্জ্বল লাল রঙের এক জোড়া জুতো রয়েছে ভিতরে। জুতোর তলায় নরম কাটা। উপরে ড্রাগনের গায়ের মতো নকশা করা। অস্বাভাবিক উজ্জ্বল সেই জুতা জোড়া ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন ইনফান্তিনো। তিনি বলেন, বাহ্, আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

তাকে খুশি হতে দেখে নোরাও অনেক খুশি। নোরা বলেন, আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতা জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে। এই জুতা বিশেষ ভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদ্যাপন এবং তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

নোরা ফাতেহী প্রথম বলিউড তারকা, যিনি ফুটবল বিশ্বকাপের ময়দানে অনুষ্ঠান করার আমন্ত্রণ পেয়েছেন। তাই বছরটি স্মরণীয় করে রাখতে স্মারক দিলেন ফিফা প্রেসিডেন্টকে।

বিএস/ওডে/সি

news