কীর্তি গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি

 কাতার বিশ্বকাপে অসাধারণ পথচলায় নতুন আরেকটি কীর্তি গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্রায় একশ বছরের বিশ্বকাপ ইতিহাসে যেখানে পা পড়েনি আর কারও।

বিশ্ব মঞ্চে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) রইলেন মেসি। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে রোববার ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এই অর্জন রেকর্ড করেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকার।

চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল ছিলো। পাঁচ আসর মিলিয়ে তার মোট গোল ১২টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ৮টি।  

১৯ গোলে সম্পৃক্ত থেকে মেসির পরে আছেন তিন জন- জার্মানির জার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা ও ব্রাজিলের রোনালদো।

 বিএস/ওডে/সি

news