মেসির উদযাপনে ম্যারাডোনাকে দেখলেন পেলে

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপের ইতিহাস গড়া ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য পেয়ে এখন অভিনন্দনে ভাসছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশেষ করে মেসি। মাঠের লড়াইয়ে আর্জেন্টাইদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়ই এখন মেসিদের প্রশংসায় পঞ্চমুখ।

মেসি ও ডি মারিয়াসহ তাদের অন্যান্য সতীর্থদের টুইট করে অভিনন্দন জানাচ্ছেন তারা। এই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলে ও বর্তমান তারকা নেইমার। সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেলে পুরো আর্জেন্টিনা দলসহ মেসিকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। বাদ যাননি নেইমারও।

তিনটি বিশ্বকাপ জেতা বিশ্বের একমাত্র ফুটবলার পেলে। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে পেলে ম্যারাডোনার দেশ এবং মেসিকে অভিনন্দন জানিয়েছে। অভিনন্দনবার্তায় পেলে ম্যারাডোনাকেই স্মরণ করলেন বেশি। পেলে বলেছেন, নিশ্চিত দিয়েগো ম্যারাডোন এখন হাসছেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বর থেকে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে লিখেছেন, বরাবরের মতো ফুটবল তার গল্প বলেই চলেছে। খুবই চিত্তাকর্ষকভাবে গল্প বলছে ফুটবল। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতলো। ওর ফুটবলের যা গতি পথ, তাতে এটা ওর প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনা এখন নিশ্চই হাসছে।

এনবিএস/ওডে/সি

news