কাতার বিশ্বকাপের ফাইনালে পাঁচ খেলোয়াড়কে মাঠে নামানো ঠিক হয়নি: ফ্রান্স কোচ দেশম

 বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর শেষ হয়েছে প্রায় এক মাস আগে। এখন এসে রানার্সআপ দল ফ্রান্সের কোচের মনে হচ্ছে ভিন্ন কথা। গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালের সেই ম্যাচে ফরাসি স্ট্রাইকার কিংসলে কোমান ও মিডফিল্ডার অরেলিয়ান চৌমেনি টাইব্রেকার শট মিস করেন। তাতে ব্যাক টু ব্যাক শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হয় কিলিয়ান এমবাপ্পেদের।

এরপর ফুটবল জগতে গড়িয়ে গেছে অনেক জল। তবুও ফরাসি শিবির ভুলতে পারছে না হারের ক্ষত। দলটির কোচ আক্ষেপ নিয়ে কিছু কথা বলছেন। সেগুলোই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে এসেছে। দেশম বলেছেন, ফাইনালের ম্যাচটিতে পাঁচজন খেলোয়ারকে নামানো ঠিক হয়নি, তারা কাজের কাজ করতে পারেনি। উল্টো দলকে বিপদে ফেলেছে।

ফরাসি এই কোচ কথাগুলো তখনই বললেন, যখন তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত চূড়ান্ত হয়েছে। কোচের এমন কথা শুনে অবাক হয়েছেন অনেকে। দেশমের মতে, ফাইনালের শুরুটা ফ্রান্স খুবই বাজে করেছে। যেভাবে খেলা উচিত ছিল সেটা শুরুতে করতে পারেনি। তিনি বলেন, আমি কোনো খেলোয়াড়কে দায়ী করছি না। কিন্তু শুরুর একাদশে পাঁচজন ফুটবলার ছিল, যারা কাজের কাজটি করতে পারেনি। তারা বুঝতে পারেনি ফাইনাল ম্যাচে শুরুটা কীভাবে করতে হয়।

তবে সেই পাঁচজন খেলোয়াড়ের নাম তিনি প্রকাশ করেননি। দিদিয়ের দেশম নাম প্রকাশ না করলেও ৪১ মিনিট থেকে শুরু করে ৭১ মিনিট পর্যন্ত তিনি যাদের মাঠ থেকে উঠিয়ে নিয়েছেন হয়তো তারাই থাকবেন সে তালিকায়। সেদিন প্রথমার্ধের পাঁচ মিনিট বাকি থাকতেই উসমানে দেম্বেলে এবং অলিভিয়ের গিরুদকে খেলা থেকে সরিয়ে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন দেশম।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি সম্পর্কে জানতে চাইলে কোচ দেশম বলেন, আমি শক্ত শব্দ ব্যবহার করতে যাচ্ছি না। কিন্তু প্রথম এক ঘণ্টার মতো সময়ে আমরা ভালো অবস্থানে ছিলাম না। যেখানে আর্জেন্টিনা ওই পুরোটা সময় কাজে লাগিয়েছে।

ফাইনালের সেই ম্যাচটিতে আর্জেন্টিনার পক্ষে দুই গোল করেন লিওনেল মেসি, একটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর ফ্রান্সের হয়ে তিনটি গোলই করে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে।

এনবিএস/ওডে/সি

news