লিগ ওয়ানে মেসি-নেইমারের পিএসজি হেরে গেলো রেনের কাছে

মেসি ও নেইমারের পিএসজির বেহাল দশা। তারকা খচিত দলটি জয়বঞ্চিত পরপর দুই ম্যাচ। রোববার রেনের বিরুদ্ধে ম্যাচ জুড়ে আক্রমণে ভুগল পিএসজি। তৈরি করতে পারল না খুব বেশি সুযোগ। চেনা আঙিনায় উজ্জীবিত পারফরম্যান্সে লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল রেন। রেনের মাঠে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া পিএসজি লিগ ওয়ানে রোববার রাতে হেরেছে ১-০ গোলে।

লিগে সবশেষ তিন ম্যাচের মধ্যে দুটি হারলো কোচ ক্রিস্তফ গালতিয়ের দল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের হার এই দুটিই। রেনের মাঠে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেল প্যারিসের দলটি, অন্যটি ড্র।

লিওনেল মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখলেও ছুটি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রাখেন পিএসজি কোচ। বিরতির পর মাঠে নেমে দলকে ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ হারান ফরাসি তারকা। জানলুইজি দোন্নারুম্মা দারুণ কয়েকটি সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

পুরো ম্যাচে গোলের জন্য পিএসজির সমান ৮টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে রেন। এই পরিসংখ্যানেই ফুটে উঠেছে দুই দলের পার্থক্য। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে মার্সেই। সমান ৩৭ পয়েন্ট নিয়ে মোনাকো চারে ও রেন পাঁচ নম্বরে আছে।

এনবিএস/ওডে/সি

news