বায়েনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

 দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তনটা রাঙালেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। রবের্তো কারবাইয়েস বায়েনাকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।

রড লেভার অ্যারেনায় মঙ্গলবার স্পেনের বায়েনার বিপক্ষে জোকোভিচ জেতেন ৬-৩, ৬-৪ ও ৬-০ গেমে। পুরনো হতাশা পেছনে ফেলে প্রিয় আঙিনায় এমন জয়ে উচ্ছ্বসিত তিনি।

করোনাভাইরাসের টিকা না নেওয়ায় গত বছর টুর্নামেন্ট শুরুর আগের দিন অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল জোকোভিচকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফিরতে পেরে খুশি এখানে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী তারকা।

অস্ট্রেলিয়ায় ফিরে আমি খুব খুশি। এখানে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। এই কোর্ট আমার কাছে সবচেয়ে স্পেশাল। টুর্নামেন্টে এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারি না।

 

news