চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

 চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে খুলনা টাইগার্স। শুক্রবার (২০ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়। প্রথম দেখায় খুলনাকে হারিয়েছিল চট্টগ্রাম। এ ম্যাচেও জয়ের প্রত্যয় শুভাগত হোমদের। অন্যদিকে জয় পেতে মরিয়া খুলনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম ৮ ওভারে ১ উইকেটে ৬৮ রান করেছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলে অবস্থান করছে ৫ নম্বরে। খুলনা টাইগার্সের বিপক্ষে এ ম্যাচে জিততে পারলে চট্টগ্রামের সামনে সুযোগ আসবে টেবিলের ওপরে ওঠার। খুলনাকে আগের ম্যাচে হারানোর সুখস্মৃতি কাজে লাগিয়ে এ ম্যাচেও ইতিবাচক ফলের আশায় শুভাগত হোমের দল।

যদিও সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটেও রান পাচ্ছে না চ্যালেঞ্জার্সরা। সমস্যা কাটিয়ে উঠতে পরিকল্পনা সাজাচ্ছে তারা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার আবু জায়েদ রাহী বলছিলেন, এখানে পেস বোলাররা একটু স্ট্রাগল করে। পেস বোলাররা মিরপুরের মতোই এখানে (চট্টগ্রাম) বোলিং করে আসছে। আমরা আশা করে এসেছিলাম, চট্টগ্রামে অনেক রান হবে। তবে স্পিনাররা ভালো বোলিং করছে বলে রানটা তেমন হচ্ছে না।

এনবিএস/ওডে/সি

news