আসন্ন আইপিএলে রিশাভকে পাশে চান পন্টিং

 ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেট কিপার ব্যাটার রিশাভ পান্ত। দুর্ঘটনায় হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিঁড়ে গেছে পান্তের। তার হাঁটুর দুটি লিগামেন্টে সফল অস্ত্রোপচার করা হয়েছে। আর ছয় সপ্তাহ পর তৃতীয় লিগামেন্টটিতে অস্ত্রোপচার করা হবে।

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আঘাত পাওয়া রিশাভ পান্তের আগামী আইপিএলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। খেলতে না পারলেও এই কিপার-ব্যাটসম্যানকে ডাগআউটে পাশে চান দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

পান্তের ক্রিকেটে ফেরার সম্ভাব্য সময় এখনও জানানো হয়নি। এ মাসের শুরুর দিকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, অন্তত ৬ মাসের মধ্যে তার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। আগামী অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত।

পন্টিং আশা করছেন, দিল্লি দলের সঙ্গে ভ্রমণ করার মতো সেরে উঠবেন পান্ত। তিনি বলেন, আমি চাই সে সপ্তাহের প্রতিদিন ডাগআউটে আমার পাশে বসুক। যদি সে প্রকৃতপক্ষে খেলার জন্য শারীরিকভাবে যথেষ্ট ফিট না হয়, আমরা তবুও তাকে পাশে পেতে চাইবো।

পান্তকে হারিয়ে বেশ বিপাকে পড়েছে দিল্লি ক্যাপিটালস। পন্টিং বলেন, পান্তের বদলি কিপার-ব্যাটসম্যান খুঁজছেন তারা। এই মানের একজনকে খুঁজে পাওয়া কতটা কঠিন, সেটাও তুলে ধরেন তিনি। আমাদের খুঁজতে হবে এবং আমরা চেষ্টা করছি-দলে একজন বদলি আসবে।

কোচ পন্টিংয়ের হাত ধরে ২০২০ আইপিএলে রানার্স-আপ হয় দিল্লি। পরের আসরে তারা ছিটকে পড়ে এলিমিনেটর থেকে। গত বছর পঞ্চম হয় দলটি। ২০২৩ সালের আইপিএল আগামী মার্চের শেষ দিকে শুরু হওয়ার কথা। এর আগে মেয়েদের আইপিএলের উদ্বোধনী আসরের আয়োজন করবে বিসিসিআই।

এনবিএস/ওডে/সি

news