ভিক্টোরিয়ার গোপন তথ্য ফাঁস করলেন বেকহ্যাম!

ভিক্টোরিয়া বেকহ্যাম, ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী। পোশাকশিল্পী হিসাবে গ্ল্যামার জগতেও বেশ জনপ্রিয় ভিক্টোরিয়া। ৪৮ বছর বয়সেও তার নজরকাড়া সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। এই বয়সেও তার এই অপরূপ সৌন্দর্যের রহস্য এবং নজরকাড়া শরীর ধরে রাখা নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, ২৫ বছর ধরে প্রতিদিন একই খাবার খান তার ভিক্টোরিয়া। স্ত্রীর এই অভ্যাসের কারনে বিয়ের এত বছর পরেও মাত্র একবারই তারা একসঙ্গে খাবার খেয়েছেন বলে আক্ষেপ প্রকাশ করেছেন ডেভিড। সেই দিনটার কথা কোনোদিনই ভুলবেন না তিনি।

এই দম্পতির চার সন্তান রয়েছে, লন্ডনে রয়েছে বিলাসবহুল বাড়ি। জীবনের সুখ দুঃখ সব ভাগ করে নিলেও খাবার একে অপরের সঙ্গে কখনই ভাগ করেন না এই দম্পতি। ২৫ বছরে একটা দিনের জন্যেও ডায়েট ভাঙেননি ভিক্টোরিয়া।

ডেভিড বেকহ্যাম একজন খ্যাতিমান ফুটবলারের পাশাপাশি ভোজনরসিক মানুষ, নানা প্রদেশের নতুন ধরনের খাবার চেখে দেখতে ভালবাসেন এই তারকা। তার স্ত্রী খাবার নিয়ে কোনও দিনই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন না। সাধারণ খাবারই খেতে পছন্দ করেন তিনি।

ডেভিড বলেন, খাবার আর ওয়াইনের বিষয় আমি সব সময় নতুন কিছু চেখে দেখার চেষ্টা করি। নতুন কিছু খেলেই আমি নিজের অভিজ্ঞতা বাকিদেরও সঙ্গে ভাগ করে নিই। তবে আফসোস আমি এমন এক জনকে বিয়ে করেছি, যে ২৫ বছর ধরে কেবল গ্রিলড ফিশ আর সেদ্ধ সব্জি ছাড়া আর কিছুই মুখে তোলে না।

আমার মনে আছে, অন্তঃসত্ত্বা অবস্থায় ভিক্টোরিয়া আমার প্লেটে থাকা খাবার তুলে খেয়েছিল। কী খেয়েছিল সেটা যদিও মনে নেই তবে সেই বিকেলটা আমি কোনও দিন ভুলব না।

এনবিএস/ওডে/সি

news