৬২৫ কয়েদির মধ্যে ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস

গত বছর ডিসেম্বরে শেষ হওয়া কাতার বিশ্বকাপে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে আলোচনায় ছিলেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেস। এবার তিনি আলোচনায় ভিন্ন ঘটনায়। এক নারীকে যৌন হয়রানির অভিযোগে কারাগারে দিনযাপন করছেন আলভেস। তবে ৬২৫ কয়েদির পাশে একদিন থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এমনকি ঠিকমতো খাবারও খাননি ব্রাজিল ডিফেন্ডার। সময়টিভি

বার্সেলোনা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত সান্ট এস্টিভের একটি কারাগারের অ্যাডমিশন বিভাগে রাখা হয়েছে দানি আলভেসকে। ওই কারাগারে ৬২৫ কয়েদি রয়েছেন। সেখানে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রম চালু রয়েছে। তবে সাবেক বার্সেলোনা ডিফেন্ডার বেশ অস্বস্তিতে রয়েছেন।

প্রথম দিন কারাগারে পার করেছেন বেশ চুপিসারে। ফোনে কথা বলার সুযোগ থাকলেও তিনি কথা বলেননি। এমনকি সেখানকার পুলিশের সঙ্গেও তেমন কথা বলেননি এই তারকা। আর খাবারের মধ্যে শুধু ফল খেয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়া আলভেস রাতের খাবার গ্রহণ করেননি। তাতে কারাগারের প্রথম দিনটি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে কেটেছে ব্রাজিলিয়ানের।

কয়েকদিন আগে ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন আলভেস। সেখানে গিয়েই বাঁধে বিপত্তি। অভিযোগ ওঠে, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার নাইট ক্লাবে, এক নারীর স্পর্শকাতর জায়গায় হাত দেন ব্রাজিলিয়ান এ ফুটবলার। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেন বলে দাবি করেন ওই নারী। যা নিয়ে তদন্ত শুরু করে বার্সেলোনা পুলিশ।

এনবিএস/ওডে/সি

news