মেসিকে পেতে আর্জেন্টিনাকে বছরে ৩৫০ মিলিয়ন ইউরো দিতে চায় সৌদির দুই ক্লাব

 গত বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত মেসি-রোনালদো লড়াই দেখলো আরব বিশ্ব। রোনালদো ইউরোপ ছাড়ার পর ফের মুখোমুখি হয় আরেক তারকা তারকা ফুটবলার মেসির সঙ্গে। রোনালদো সৌদি আরবের আল নাসর ক্লাবের যোগ দিয়েছেন। তবে এই প্রদর্শনী ম্যাচে সৌদির সেরা ক্লাব গুলোর সম্মিলিত দল সৌদি অল স্টারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সিআর সেভেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচে দুটি গোল করলেও শেষ হাসি হাসে পিএসজি।

এই স্বপ্নের ম্যাচ ভুলতে চাইছে না আরব। গুজব ছড়াতে শুরু করেছে, রোনালদোর পর লিওনেল মেসিকেও সই করাতে চলেছে সৌদির কোনও একটি ক্লাব। এক ধাপ এগিয়ে কয়েকদিন আগে জানানো হয়, আল-হিলাল এবং আল ইতিহাদ প্রতি মওশুমে আর্জেন্টিনাকে ৩৫০ মিলিয়ন ইউরো দিতে ইচ্ছুক। দুই ক্লাবই আর্জেন্টিনা সরকারের কাছে সাহায্য চেয়েছে যাতে তারা মেসিকে সই করাতে পারে।

তবে সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম আর্জেন্টাাইন সুপারস্টার লিওনেল মেসির আগামী মওশুমে সৌদি প্রিমিয়র লিগের (এসপিএল) ক্লাবে যোগ দেওয়ার গুজব অস্বীকার করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নেই। আগামীতে তিনি চান মেসি সৌদি আরবে সুপার লিগ খেলুক। তিনি বলেন, এই মুহূর্তে আমরা লিওনেল মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না। যদিও আমি আমার পরিকল্পনা লুকিয়ে রাখতে চাই না। সৌদি ফেডারেশনের পক্ষ থেকে বলছি, আমরা তাকে একদিন ঘরোয়া লিগে রাখতে চাই।

তিনি বলেন, ফেডারেশন সব সময় ফুটবলের উন্নতি চায়। আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে ছুটে চলেছি। আমরা অবশ্যই ক্রিশ্চিয়ানো এবং মেসিকে সব সময়ের জন্য একই লিগে আবার দেখতে চাই। কিন্তু সত্য হল আমরা এখন কিছুই জানি না। ইচ্ছা রয়েছে। তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে কোনও কিছুই ফাইনাল হয়নি। অদূর ভবিষ্যতে মেসিকে নিয়ে আসা যাবে বলে আশা করি।

এনবিএস/ওডে/সি

news