পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হলেন ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, বিপিএল ছেড়ে দায়িত্ব নেবেন

বাংলাদেশে চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ সে দেশের   পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পারভেজ এলাহীর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধানসভা ভেঙে দিয়েছেন মহসিন নকভি। নতুন করে ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন তিনি। তাতে ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব।

বিপিএল চলাকালেই মন্ত্রীর দায়িত্ব নিতে দেশে ফিরে যাবেন ওয়াহাব রিয়াজ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৩৭টি উইকেট আছে তার নামের পাশে। বাইশগজের পর এবার রাজনীতির মাঠেও নামছেন ওয়াহাব রিয়াজ।

এনবিএস/ওডে/সি

news