বিপিএল থেকে ফিরে টানা ৬ বলেই ছক্কা হাকালেন ইফতিখার
আসছে ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পিএসএলের অষ্টম আসর। সে কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন ইফতিখার। পিএসএলের আনুষ্ঠানিক টুর্নামেন্ট শুরুর আগে এখন ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে একে অপরের বিপক্ষে। সেখানেই ব্যাট হাতে রীতিমত ঝড় তুললেন তিনি।
পেশোয়ার জালমির বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচেই নিজ দেশের পেসার ওয়াহাব রিয়াজকে ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছেন ইফতিখার। ৫০ বলে অপরাজিত ৯৪ রান করেন ফরচুন বরিশালে খেলে যাওয়া এই ব্যাটার। তার ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে কোয়েটা।
বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে খেলতেই পেসার ওয়াহাব রিয়াজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হওয়ার সংবাদ পান। দেশে ফিরে অবশ্য পিএসএলেই মনযোগি হলেন ওয়াহাব। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তুমুল মার খেলেন তিনি। ইনিংসের একেবারে শেষ ওভারে গিয়ে ইফতিখারের হাতে টানা ৬ বলে ৬ ছক্কা হজম করলেন রিয়াজ।
৪২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইফতিখার। এরপরই একের পর এক ছক্কা হাকাতে শুরু করেন। ১৯তম ওভারের শেষ বলের আগের বলটিকেও ছক্কা মেরেছিলেন তিনি। শেষ ওভারে ওয়াহাব রিয়াজ আসার সঙ্গে সঙ্গে টানা ৬ বলে ৬টি ছক্কা হাকালেন তিনি। শেষ পর্যন্ত ৫০ বলে খেললেন অপরাজিত ৯৪ রান।
বিপিএল খেলতে এসে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ইফতিখার আহমেদ। ১০ ম্যাচে করেছিলেন ৩৪৭ রান। ফরচুন বরিশালের হয়ে একটি সেঞ্চুরি ছাড়াও খেলেছিলেন ৩টি হাফ সেঞ্চুরির ইনিংস।
এনবিএস/ওডে/সি

