দু’দিনের বিরতির পর বিপিএল মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা (বিপিএল) দু’দিনের বিরতির পর মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে। মিরপুরে প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের প্রতিদ্বন্দ্বিতা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি। আর একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। ১ ম্যাচ কম খেলে ১৪ পয়েন্টে বরিশালের অবস্থান দ্বিতীয়।
একই পয়েন্ট নিয়ে রানরেটে কিছুটা পিছিয়ে থেকে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ৬ পয়েন্ট পুঁজিতে পাঁচ নম্বরে আছে ঢাকা। আর ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান খুলনা ও চট্টগ্রামের।
এনবিএস/ওডে/সি

