মানহীন টার্ফ নিয়ে বিদেশি খেলোয়াড়দের অভিযোগ

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে সমালোচনা এবার তুঙ্গে। খটখটে এই টার্ফের সবুজ আস্তরণের নিচে রয়েছে বড় বড় নুড়ি পাথর। ফুটবলারদের যেকোনো সময় যেকোনো ধরনের চোট উপহার দিতে পারে এই টার্ফ। তবুও নির্বিকার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানে নিয়মিত আয়োজন করছে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল। এই টার্ফ নিয়ে নিয়মিতই অভিযোগ করে আসছে খেলোয়াড়রা। এবার সেই অভিযোগদাতাদের তালিকায় যোগ দিয়েছে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা নেপাল ও ভুটান।

চার দলের টুর্নামেন্টের দুই দেশ নেপাল ও ভুটান টার্ফ নিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছেন। গতকাল নেপালের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ভুটান কোচ কারমার চিন্তা চার ফুটবলারকে নিয়ে।

কারমা দেমা বলেন, আমার প্রথম পছন্দের গোলকিপার নরবু জাংমো, দুই সেন্টারব্যাক গঙ্গা গালি এবং সোনম গাকি পেলজন চোটে পড়েছে। আজ (রোববার) একজন ডিফেন্ডার চন্দ্র মায়া পাওডেলও চোটে পড়ল। আমাদের টার্ফের সঙ্গে তুলনা দিলে এখানকার টার্ফ খুবই বাজে। এ ধরনের মাঠে আমরা এই প্রথম খেলছি। আমার মেয়েদের প্রায় সবারই চোটটা লেগেছে পায়ে। আমার দলের একজনের তো পা-ই ভেঙে গেছে! এখানকার টার্ফ খুবই বাজে।
একই কথা নেপাল কোচ প্রসাদের। তিনি বলেন, এই টার্ফে আমাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারেনি। আমি আগেও বলেছি বল আর টার্ফ নিয়ে সমস্যা হচ্ছে। নেপাল আর এখানকার টার্ফ পুরোপুরি আলাদা। এখানকার টার্ফ অনেক শক্ত। এখানে খেললে হ্যামস্ট্রিং চোট, মাসল ক্র্যাম্প, হাটুর চোট হওয়ার সম্ভাবনা বেশি।

গত মৌসুমে এই টার্ফে খেলা দেওয়ায় ফেডারেশন কাপ খেলেনি বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ চোটে পড়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। কিংসের ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ কমলাপুরে খেলে চোটের কারনে দেশে ফিরে যান।

টার্ফ নিয়ে জানতে চাওয়া হলে বাফুফের মহিলা উপ-কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আমি এটা নিয়ে প্রেসিডেন্টের (কাজী সালাউদ্দিন) সঙ্গে কথা বলব। এই মাঠে সমস্যা আছে, তা সবাই জানে। কিছু করার নেই। এটার যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত সংস্কার করেই খেলতে হবে।

এনবিএস/ওডে/সি

news