বিগব্যাশে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন টাই

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশের ১২তম আসরের ফাইনালে ব্রিসবেন হিটকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চারস। ২৯৯ উইকেট নিয়ে গত শনিবার পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে খেলতে নামেন টাই।

পার্থ স্টেডিয়ামে প্রথম ইনিংসের ও নিজের কোটার শেষ ওভারে বাজলিকে ফিরিয়ে তিনি ছুয়ে ফেলেন মাইলফলক। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড ভেঙে দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন টাই।

৩০০ উইকেটের ঠিকানায় পৌছতে ৩৬ বছর বয়সী টাইয়ের লাগল ২১১ ম্যাচ। রশিদের লেগেছিল ২১৩ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার লেগেছিল ২২২ ম্যাচ। টাই রেকর্ড গড়ার দিনটা রাঙিয়েছেন শিরোপা জিতে। ব্রিজবেনকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স।

এনবিএস/ওডে/সি

news