আইসিসির কাছে মিয়াদাদের দাবি, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে এশিয়া কাপ করা হোক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পরেও এশিয়া কাপ ক্রিকেট নিয়ে সমাধান অধরা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ। তিনি বলে দিয়েছেন, ভারত না আসতে চাইলে আসবে না। আমাদের কিছু আসে যায় না। আমাদের দেশে টুর্নামেন্ট হচ্ছে। আর এটা আইসিসির বিষয়। আইসিসি যদি বিষয়টা নিয়ে কিছু না করতে পারে, আমরা কী করবো?

পিসিবির গভর্নিং বডি এখানে কী করবে? মিয়াদাদ আরও বলেছেন, ‘সব দেশের জন্যই একই নিয়ম হওয়া উচিত আইসিসির। দল যতই শক্তিশালী হোক, সেই দল যদি খেলতে না আসে, তাহলে সেই দলকে বাদ দিয়েই টুর্নামেন্ট হওয়া উচিত। মিয়াদাদের দাবি, পাকিস্তানের কাছে হারের ভয়েই সে দেশে খেলতে আসে না ভারত।

তিনি বলেছেন, পাকিস্তানে এসে না খেলার কী আছে? হারের ভয়েই পিছিয়ে যায় ভারত। মিয়াদাদ আরও বলেছেন, আমরা এটা অতীতেও দেখেছি। আমাদের কাছে হারলে ভারতে কী অবস্থা হয়। ক্রিকেটারদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ক্রিকেটাররা বাড়ি ফিরতে ভয় পায়। অন্য দলের কাছে হারলেও একই অবস্থা হয়। আইসিসির কাছে মিয়াদাদের দাবি, ক্রিকেটের নিয়ামক সংস্থা আরও কড়া হোক। ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট করুক, দেখবেন ঠিক রাস্তায় চলে এসেছে।

এনবিএস/ওডে/সি

news