ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলো ঘানার ফুটবলার আতসু

শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৩০০ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ। উদ্ধার কাজ এখনো চলমান।

অন্যদিকে ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ হয়। শেষ পর্যন্ত এই ফুটবলারকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ইংলিশ লিগে চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়াস্পরে খেলেন আতসু।

ক্লাবটির মুখপাত্র মোস্তফা ওজাত জীবিত অবস্থায় আতসুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আতসুকে ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আমাদের আরেকজন পরিচালক এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।

৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলার তুরস্কের যে ভবনে ছিলেন সেটি ৭.৮ মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়ে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই ফুটবলার।

এনবিএস/ওডে/সি

news