চলতি বছর গোল করায় শীর্ষে রাশফোর্ড, সেরা পাঁচে নেই মেসি-নেইমার

ফুটবল বিশ্বকাপসহ চলতি বছর মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত সময় পার করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ গোল করে শীর্ষে আছেন এই ইংলিশ তারকা। তবে চলতি বছর এখন পর্যন্ত গোল করার সেরা পাঁচে জায়গা হয়নি ব্রাজিলের কোনো ফুটবলারের।
 
বিশ্বের সেরা পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন রাশফোর্ড। সাত ম্যাচে ৭ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নাইজেরিয়ান ফুটবলার আদিমোলা ল্যুকম্যান। ল্যুকম্যানের একই সমীকরণ নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নাপোলির ফুটবলার ওশিমহিন।

বিশ্বকাপ জয়ী একমাত্র আর্জেন্টাইন ফুটবলার হিসেবে সেরা পাঁচে জায়গা পেয়েছেন মার্টিনেজ। ইন্টার মিলানের এই ফুটবলার ৯ ম্যাচে ৭ গোল করেছেন । তালিকার সেরা পাঁচের মধ্যে তালিকার পঞ্চম স্থানে আছেন বেন ইয়াদ্দার। ৫ ম্যাচে ৬ গোল করেছেন এই ফুটবলার।

বিশ্বকাপে দারুন ছন্দে থাকা ফরাসি তারকা এমবাপ্পের জায়গা হয়নি সেরা পাঁচে। পাঁচ ম্যাচে ৫ গোল করে তালিকার নবম স্থানে এই পিএসজি তারকা। ফুটবল বিশ্বের অন্যতম তিন তারকা মেসি, রোনালদো ও নেইমারের জায়গায় হয়নি সেরা দশে।

এনবিএস/ওডে/সি

news