জানুয়ারির দলবদলে ইউরোপিয়ান ক্লাবগুলো ব্যয় করেছে ১.৫৭ বিলিয়ন মার্কিন ডলার

বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব জানুয়ারির দল বদলে রেকর্ড পরিমান অর্থ ব্যয় করেছে। ফিফার রিপোর্ট অনুযায়ী গতমাসে আন্তর্জাতিক দলবদলের উইন্ডোতে ক্লাবগুলো এই অর্থ ব্যয় করে।

দল গঠনে এ বছর অনেক বেশি অর্থ ব্যয় করেছে ইংলিশ ক্লাবগুলো। যে কারণে আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি অর্থ ব্যয় হয়েছে এবার। ২০১৮ সালের রেকর্ডের চেয়ে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বেশি ব্যয় হয়েছে গত মাসের উইন্ডেতে।

শুধুমাত্র ইংলিশ ক্লাবগুলো খরচ করেছে মোট ব্যয়ের ৫৭.৩ শতংশ। তারা সর্বমোট ব্যয় করেছে ৮৯৮.৬ মিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে শুধুমাত্র চেলসি আটজন নতুন খেলোয়াড় দলভুক্ত করার বিপরীতে ব্যয় করেছে ৩৯০ মিলিয়ন ডলার।

খরচের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরাসি ক্লাবগুলো ব্যয় করেছে ১৩১.৯ মিলিয়ন ডলার। এ সময়ে দলবদলকারী খেলোয়াড় সংখ্যাও ছিল সর্বাধিক। নতুন ক্লাব বেছে নিয়েছে ৪ হাজার ৩৮৭ জন পুরুষ ও ৩৪১ জন নারী ফুটবলার। জানুয়ারিতে নারী ফুটবলের দলবদল ব্যয়ও নতুন রেকর্ডে পৌঁছেছে। ব্যয় হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৩০০ মর্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮.৭ শতাংশ বেশি।

এনবিএস/ওডে/সি

news