নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে বাংলাদেশ

নারী বিশ্বকাপে গত শুক্রবার উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৩ রানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। আয়োজক দেশকে হারানোর পর লঙ্কানসেনারা বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের বিরুদ্ধে। তবে লঙ্কা বধে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় দুই দল মুখোমুখি হবে কেপটাউনের নিউল্যান্ডে।

বিশ্বকাপ শুরুর আগে সামর্থ্য দেখানোর কথা বলেছিলেন অধিনায়ক জ্যোতি। ২০১৪ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে না পারলেও নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে খেলা সেই বিশ্বকাপে সেবার শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা। এরপর তিনটি বিশ্বকাপে পেরিয়ে গেলেও কোনো জয় পাওয়া হয়নি। বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেদের পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠে  বাংলাদেশ।  

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ভালো ফলাফলের আশা করছে না টিম ম্যানেজমেন্ট। এমনকি টাইগ্রেসদের অধিনায়ক জ্যোতি স্পষ্ট বলেছেন, লঙ্কানদের বিরুদ্ধে আমাদের লড়াই হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরাটা খেলার চেষ্টা করবো। বিশ্বকাপে সুযোগ পাওয়াই আমার কাছে আনন্দের।

র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে না থাকায় কিংবা বিশ্বের পরাশক্তি হয়ে উঠতে না পারায় বড় দলের সঙ্গে সেভাবে খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন জ্যোতি-জাহানারারা। এদিকে মাসখানেক আগে নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ।

সাফল্য না পেলেও কিউইদের মাটি থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান জ্যোতি। নিজেদের প্রতিভা দেখানো প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে আমাদের খেলার সুযোগ খুব একটা হয় না। ফলে আমরা সেভাবে প্রস্তুতিও নিতে পারি না। এবার আমাদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর সুযোগ।

এনবিএস/ওডে/সি

news