সৌদি আরবের আল হিলালকে হারিয়ে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেওয়া সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে পেরে উঠলো না। এই ক্লাবটি লিওনেল মেসিকে কিনতে চেয়ে আলোচনায় এসেছিলো। এরপর প্রথম সৌদি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গড়েছে ইতিহাস। সবকিছু নিয়েই দলটিকে বেশ শক্তিশালী। তবে তাদের সমাপ্তি ঘটলো তিক্ততায়। মরক্কোয় অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে দলটি। কোচ আনচেলত্তির দল ঘরে তুলেছে পঞ্চম ক্লাব বিশ্বকাপের শিরোপা।
আট গোলের ম্যাচে প্রত্যাশা মতো কর্তৃত্ব করেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। দুটি করে গোল করেছেন দলটির দুই তরুণ ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদে ভালভার্দে। ম্যাচের ১৩ মিনিটে ভিনির গোলে লিড নেয় রিয়াল। এরপর ১৮ মিনিটে ব্যবধান ২-০ করেন ভালভার্দে। ২৬ মিনিটে আল হিলালের মারেগা গোল করলে প্রথমার্ধ ২-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল। ম্যাচের ৫৪ মিনিটে গোল করেন ইনজুরি থেকে ফেরা করিম বেনজেমা। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভালভার্দে। ম্যাচের ৬৩ মিনিটে গোল করে আর হিলাল ম্যাচে ফেরার আভাস দেয়। ভিয়েত্তি ব্যবধান ৪-২ করেন। ছয় মিনিট পরে আবার ভিনির গোল। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের কীর্তি গড়েন তিনি। পাঁচ গোল খাওয়া আল হিলাল ৭৯ ম্যাচে আবার গোল করে। ম্যাচ দাঁড়ায় ৫-৩ ব্যবধানে।

এনবিএস/ওডে/সি

 

news