বরিশালের বিদায়, শামীমের ব্যাটে চড়ে কোয়ালিফায়ারে রংপুর

এক শামীমে ধরাশায়ী সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। শুধু ধরাশায়ী নয়, বিপিএল থেকেই বিদায় নিতে হলো সাকিবসেনাদের। সেই সঙ্গে শামীম রংপুর রাইডার্সকে তুলে নিলেন দ্বিতীয় কোয়ালিফায়ারে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে চড়ে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭১ রান তাড়া করতে নেমে তিন বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নুরুল হাসান সোহানের দল। শামীম ৫১ বলে ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন। বরিশালের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান, খালেদ আহমেদ ও কামরুল ইসলাম।

বাঁচামরার ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই সাকিব আল হাসানের বোলিং তোপে পড়ে রংপুর। মেডেনের পাশাপাশি মোহাম্মদ নাঈমের উইকেট তুলে নেন বরিশাল অধিনায়ক। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে উল্টো চাপ তৈরি করেন রংপুরের দুই ব্যাটার রনি তালুকদার ও শামীম হোসেন। অষ্টম ওভারে এসে কামরুল ইসলাম রাব্বি নিজের দ্বিতীয় বলে রনির উইকেট তুলে নিলে ফের লড়াইয়ে ফেরে বরিশাল। ততক্ষণে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় ২ উইকেটের বিনিময়ে ৬১ রান।

তৃতীয় উইকেটেও নিজেদের রানের গতি ধরে রাখে শামীম ও নুরুল হাসান সোহান। ১৩ বলে ১৮ রান করা সোহানকে ফিরিয়ে রানের চাকা কিছুটা মন্থর করার চেষ্টা করেন সাকিব। তবে ক্রিজের আরেক প্রান্ত আগলে ধরে ফিফটি হাঁকিয়ে ঠিকই দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন শামীম।

১৫তম ওভারে এ বোলার আক্রমণে এসে মাত্র দুই রান খরচায় তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। ১৮তম ওভারে কামরুল ডোয়াইন ব্রাভোর উইকেট তুলে নিলে জয় কিছুটা কঠিন হয়ে যায় রংপুরের জন্য। তবে দাসুন শানাকা ও শেখ মেহেদী হাসান দলকে হতাশ করেননি। শানাকার ১২ বলে ১৬ ও মেহেদীর ৯ বলে ১৮ রানে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন বরিশালের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও আন্দ্রে ফ্লেচার। ক্যারিবীয় ওপেনার ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও, টাইগার অলরাউন্ডার মিরাজ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। দলের প্রয়োজনে ৬৯ রানের ইনিংস খেলেছেন মিরাজ। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার এবং এক ছক্কার মার।

এনবিএস/ওডে/সি

news