উরুগুয়েকে হারিয়ে ১২তম অনূর্ধ্ব-২০ শিরোপা জিতলো ব্রাজিল

কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা নামে পরিচিত এই টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

সোমবার সকালে কলম্বিয়ার এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে শিরোপা জিততে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা।

ফাইনালে মাঠে নেমে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও উরুগুয়ের রক্ষণ ভেদ করতে হিমশিম খাচ্ছিল সেলেসাওরা। তবে ম্যাচের শেষ মুহূর্তেই বাজিমাত করে জালে বল পাঠায় ব্রাজিলের ভবিষ্যৎ তারকারা। ৮৪তম মিনিটে মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রোর গোলে জয়ের উল্লাসে মাতে ব্রাজিলের যুবারা।

সবশেষ ২০১১ তে যুব কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। নেইমার জুনিয়রের হাত ধরে সেবার শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এক যুগ পর উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে ১২তম যুব কোপা আমেরিকার  শিরোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।

কাতার বিশ্বকাপে জাতীয় দল ব্যর্থ হলেও কলম্বিয়ার মাটিতে আসরের শুরু থেকে প্রতিপক্ষকে দাপট দেখায় ব্রাজিল। শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

এনবিএস/ওডে/সি

news