বার্সেলোনার ১০ নম্বর জার্সি বিক্রিতে ধস

বার্সেলোনায় থাকাকালীন মেসির ১০ নম্বর জার্সির চাহিদা ছিল অনেক। তবে মেসির বিদায়ের পর বার্সেলোনার জার্সি বিক্রিতে ধস নেমেছে। বিশেষ করে দশ নম্বর জার্সিতে যেন আগ্রহই নেই ফুটবলপ্রেমীদের। মেসির বিদায়ের পর বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পড়েন স্পেনের তরুণ ফুটবলার আনসু ফাতি।

২০২১ সালে মেসি বার্সা ছাড়ার পর এই জার্সি নম্বরটি পান ফাতি। দলের সেরা জার্সিটি পেলেও মাঠের পারফরমেন্সে সেরাদের মতো ভূমিকা রাখতে পারছেন না তিনি। আর তাই বার্সেলোনার ১০ নম্বর জার্সি কেনার প্রতি মানুষের আগ্রহও নেই তেমন।

আনসু ফাতির ১০ নম্বর জার্সিটি বিক্রির দিক দিয়ে শীর্ষ ছয় জার্সির তালিকায়ও নেই। ১০ নম্বরের জার্সির তুলনায় বরং পেদিধ, গাভি, লেভানদোভস্কিদের জার্সিই বেশি বিক্রি হচ্ছে। বর্তমানে আর্থিক দূরাবস্থায় থাকা বার্সেলোনা ব্যাপক পরিমাণ অর্থ আয় করতে পারতো শুধুমাত্র কেবল জার্সি বিক্রি করেই। কিন্তু মেসির বিদায়ের পর বার্সার জার্সি কেনার প্রতি মানুষের আগের মতো আগ্রহ নেই।

এক সময় বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে মাঠ মাতিয়েছেন মারাডোনা, রোমারিও, রোনালদিনহো, মেসির মতো তারকা ফুটবলাররা। তাদের তুলনায় এখনও ফাতি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর তাই ফাতির জার্সি, তথা বার্সেলোনার ১০ নম্বর জার্সি কেনার আগ্রহ নেই মানুষের।

এনবিএস/ওডে/সি

news