২০২৩ সাফ ফুটবল টুর্নামেন্ট আয়োজক ভারত, পাকিস্তানিদের ভিসার নিশ্চয়তা

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবল আট বছর পর আবারো ভারতে ফিরছে। ২০২৩ সালের জুনে ভারতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের আসর। দক্ষিণ এশিয়ার এই দেশটি সর্বশেষ সাফ আয়োজন করেছিল ২০১৫ সালে কেরালায়।

মঙ্গলবার সাফের অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন সাফের ভেন্যু নিয়ে আলোচনা হয়। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, মার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তাবনা সভায় ভারতের নাম গৃহীত হয়েছে। ফলে মার্কেটিং কোম্পানির শর্ত মানতে হবে। মার্কেটিং কোম্পানির শর্ত এই বছর সাফ ভারতে অনুষ্ঠিত হতে হবে। সাফের পৃষ্ঠপোষকতা সভায় গৃহীত হওয়ায় ভারতেই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর।

সাফের স্বাগতিক হওয়ার জন্য একমাত্র নেপালই আবেদন করেছিল। মার্কেটিং প্রতিষ্ঠানের শর্তের জন্য নেপাল থেকে ভারতে সরে যাচ্ছে সাফ। ভারতে টুর্নামেন্ট আয়োজন হলে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা বরাবরই একটি বড় ইস্যু। আজকের সভায় পাকিস্তানি খেলোয়াড়দের ভিসার ব্যাপারটিও আলোচনা হয়েছে, মিটিংয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফের ভিসা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে সাফকে।

এনবিএস/ওডে/সি

news