তুরস্কের ফুটবলেও পড়েছে ভূমিকম্পের প্রভাব, লিগ থেকে সরে দাঁড়াল দুই ক্লাব

তুরস্ক ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত। ফুটবলেও পড়েছে এর প্রভাব। দেশটির দুই ক্লাব হাতায়াসপোর এবং গাজিয়ানতেপ এফকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন বিপর্যস্ত অবস্থায় লিগ থেকে সরে দাঁড়িয়েছে এই দুই ক্লাব।

এক বিবৃতিতে গাজিয়ানতেপ জানায়, এমন দুর্যোগের পর আমরা ফুটবল নিয়ে কথা বলতে পারি না। পরিচালক পর্ষদের সভার পর আমরা সুপার লিগ ও তুর্কিশ জিরাত কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সেবা-শুশ্রাষা দিতে কেয়ার সেন্টার বানানো হয়েছে হাতায়াসপোর ক্লাবের স্টেডিয়ামকে।

এদিকে, দুই ক্লাবের সরে দাঁড়ানোর বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে তুর্কিশ ফুটবল ফেডারেশন। নিয়ম অনুযায়ী কোনো লিগের মাঝপথ থেকে কোনো ক্লাব নাম প্রত্যাহার করলে পরবর্তী আসরগুলোতে খেলার অধিকার কেড়ে নেওয়া হয়। তবে এই দুই ক্লাবের ক্ষেত্রে এমনটি হচ্ছে না। এমনকি লিগের বাকি অংশে তাদের ম্যাচগুলোতে প্রতিপক্ষ কোনো পয়েন্টও পাবে না।

এনবিএস/ওডে/সি

news