ইংলিশ লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারালো  ম্যানচেস্টার সিটি

হঠাৎ ছন্দ হারানো আর্সেনাল গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের পর ভুল করেই গেলো। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় দুই দশকের শিরোপা খরা কাটানোর স্বপ্নে এগিয়ে চলার পথে ম্যানচেস্টার সিটির কাছে এভাবে হেরে যাবে, তা হয়তো কল্পনাও করেনি ভক্ত সমর্থকরা। ম্যানচেস্টার সিটি এদিন দুর্দান্ত খেলেছে। আর্সেনালকে তাদেরই মাঠে হারিয়ে লিগ টেবিলের চূড়ায় উঠলো পেপ গার্দিওলার দল।

বুধবার এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের উপহার পেয়ে শুরুর দিকে সিটিকে এগিয়ে নেন কেভিন ডে ব্রুইনে। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন বুকায়ো সাকা। তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি তারা তেমন কিছু করতে। জ্যাক গ্রিলিশ আবারও দলকে এগিয়ে নেওয়ার পর জয় নিশ্চিত করেন আর্লিং হলান্ড।

ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটির বিপক্ষে আর্সেনালের হতাশার যাত্রা আরও দীর্ঘ হলো, এই নিয়ে সবশেষ ১১ ম্যাচের সবকটিতেই হারলো তারা। আসরে প্রথম ১৯ ম্যাচে কেবল একটি ম্যাচে হারা আর্সেনাল পরের তিন রাউন্ডে হারল দুটি। এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল তারা, এ মাসের শুরুতে এভারটনের মাঠে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ ড্র করে আর্সেনাল। এবার খেল সবচেয়ে বড় ধাক্কাটি, হারাল শীর্ষস্থান।

লিগ টেবিলে দুই দলের পয়েন্ট অবশ্য সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে চূড়ায় পেপ গুয়ার্দিওলার দল। আর্সেনাল যদিও একটি ম্যাচ কম খেলেছে।

এনবিএস/ওডে/সি

news